বিষমমন্ডল কি | বিষমমন্ডলের স্তর

বিষমমন্ডল কি?
বায়ুমন্ডলের এ অংশে বায়ুর উপাদানগুলোর অনুপাত সমান থাকে না। তাই একে বিষমন্ডল বলে।

পৃথিবী
পৃথিবী

বিষমন্ডলের স্তর কয়টি?

বায়ুমন্ডলের এ স্তরটি সমমন্ডলের উর্ধ্বে অর্থাৎ ভূপৃষ্ঠের ৯০ কিলোমিটার উর্ধ্বে অর্থাৎ ভূপৃষ্ঠের ৯০ কিলোমিটার উর্ধ্ব থেকে ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে বলে ধরা হয়। বিভিন্ন গ্যাসের পরিমাণের তারতম্য অনুসারে এ স্থরটিকে চারটি উপস্থরে ভাগ করা হয়ঃ
  • নাইট্রোজেনের পারমাণবিক স্তর
  • অক্সিজেন পারমাণবিক স্তর
  • হিলিয়াম স্তর
  • হাইড্রোজেন স্তর

নাইট্রোজেনের পারমাণবিক স্তর কি?

ভূপৃষ্ঠের ৯০ কিলোমিটার উর্ধ্ব থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত এ স্তরটি বিস্তৃত। নাইট্রোজেনের আধিক্য হেতু এ উপস্তরটিকে নাইট্রোজেন পারমাণবিক স্তর বলা হয়। 
 

অক্সিজেন পারমাণবিক স্তর কি?

নাইট্রোজেন পারমাণবিক স্তরের ওপরে অর্থাৎ ভূপৃষ্ঠের উর্ধ্বে ২০০ কিলোমিটার থেকে ১১০০ কিলোমিটার উর্ধ্ব পর্যন্ত এ স্তরটি বিস্তৃত। অক্সিজেন পারমাণবিক অণুর আধিক্য হেতু এ উপস্তরটিকে অক্সিজেন পারমাণবিক স্তর বলা হয়। 


হিলিয়াম স্তর কি?

অক্সিজেন পারমাণবিক স্তরের উর্ধ্বে ১১০০ কিলোমিটার থেকে ৩৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটি প্রধানত হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত বলে একে হিলিয়াম স্তর বলা হয়। 


হাইড্রোজেন স্তর কি?

হিলিয়াম স্তরের ওপর বায়ুমন্ডলের সর্বোচ্চ স্তরটি হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত বলে একে হাইড্রোজেন স্তর বলা হয়। 
Next Post Previous Post