বিষমমন্ডল কি?
বায়ুমন্ডলের এ অংশে বায়ুর উপাদানগুলোর অনুপাত সমান থাকে না। তাই একে বিষমন্ডল বলে।
বায়ুমন্ডলের এ অংশে বায়ুর উপাদানগুলোর অনুপাত সমান থাকে না। তাই একে বিষমন্ডল বলে।
পৃথিবী |
বিষমন্ডলের স্তর কয়টি?
বায়ুমন্ডলের এ স্তরটি সমমন্ডলের উর্ধ্বে অর্থাৎ ভূপৃষ্ঠের ৯০ কিলোমিটার উর্ধ্বে অর্থাৎ ভূপৃষ্ঠের ৯০ কিলোমিটার উর্ধ্ব থেকে ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে বলে ধরা হয়। বিভিন্ন গ্যাসের পরিমাণের তারতম্য অনুসারে এ স্থরটিকে চারটি উপস্থরে ভাগ করা হয়ঃ
- নাইট্রোজেনের পারমাণবিক স্তর
- অক্সিজেন পারমাণবিক স্তর
- হিলিয়াম স্তর
- হাইড্রোজেন স্তর