নিট কাপড়ের মধ্যে যদি লাইক্রা বা ইলাস্টেন থাকে তখন তাকে হিটসেট করতে হয়। কারণ হল হিটসেট না করলে কাপড় ডাইং এর পর খেপে যায়।
ফলে কাপড়ের মধ্যে প্রচুর ক্রিজ বা ভাঁজ পরে। যা ফিনিশিং করার পরেও ঠিক হয় না। লাইক্রা কাপড় হিটসেট না করা হলে কাপড়ের ডায়া আর স্রিংকেজ ঠিক হয় না।
হিটসেট মেশিন |
এজন্য লায়ক্রা বা ইলাস্টেন যুক্ত কাপড়ের হিট সেটিং অব্যশই করা হয়। তাছাড়া লাইক্রা কাপড় থাকলে নিজ দায়িত্বর হিট সেট করে নেবেন। তা না হলে ফেব্রিকের ডায়া কমে যাবে।
ফলে স্টেন্টারে টেনে ও ঠিক করা যাবে না। হিট সেট করার সময় মেশিনের তাপমাত্রা ১৮০°-১৯০° রাখবেন। হিট সেট করলে কাপড় সাদা থেকে হলদে বর্ণ ধারণ করে।
আরেকটি মজার বিষয় হল হিট করা কাপড়ের ভেতর থেকে বেকারির বিস্কুটের ঘ্রাণ বের হয়। আর কাপড় হলদে হয়ে যায়। গ্রে আবস্থায় হিট সেট করে নেবেন। তারপর ওভেন কাপড় হলে তা মার্সারাইজেশনের আগে হিট সেট করে নিতে হয়।
সেক্ষেত্র কাপড় হলদে হলেও সমস্যা নাই কারণ তাকে ব্লিচ করলে হলদে ভাব চলে যাবে। কাপড়কে হিট সেট করার আগে কাপড় ওপেন করে নিতে হবে। নিচে কিছু ফেব্রিকের হিটসেটিং প্যারামিটারঃ
হিটসেট প্যারামিটার |
এরপর ব্যাগ সুইং করে টিউব করে নিতে হয়। হিটসেট করার সময় স্টেন্টারে মেশিনের তাপমাত্রা ১৯০° থেকে ২০০° রাখবেন।