হস্তচালিত তাঁত একটি সাধাসিধে মেশিন। ইহা দ্বারা সাধারণ প্লেইন কাপড় হতে শুরু করে নানা ধরনের জটিল বাহারি নকশি কাপড় তৈরি করা হয়। কিন্তু এই জটিল শিল্প নকশা ও কাপড়ের গুণগত মান নির্ভর করে তাঁতির দক্ষতা ও শিল্পগুণের উপর।
হস্তচালিত তাঁত |
বেনারসি, ব্রোকেডস, ডেমাস্কস প্রভৃতি মিহি ও নমনীয় কাপড় শক্তিচালিত তাঁতে তৈরির চেয়ে হস্তচালিত তাঁতে অনেক সফল ভাবে তৈরি করা যায়। আমাদের দেশে মিরপুরি, কাতান, বেনারসি, সোনারগাঁও, রূপগঞ্জ, টাঙ্গাইলের জামদানি শাড়ি পৃথিবী বিখ্যাত।
আর এসমস্ত মিহি তন্তুর শাড়ি হস্তচালিত তাঁতেই তৈরি করা হয় যা কখনো শক্তিশালী তাঁতে সম্ভব নয়। এই সমস্ত শাড়ি তিমির ধুতি ভারতের ফরাসডাঙ্গা ও অতিমিহি ধূতী ভারতের ফরাশড ও শান্তিপুরে হস্তচালিত তাঁতের হয়।
শান্তিনিকেতন ও মনিপুরী সম্বলিত বাহারি কাপড়, ব্যাঙ্গলোর, কম্বেটোর এবং মাদুরাই এর বিছানার চাদর, বাহারি সিল্ক কাপড় ও কটন কাপড় হস্তচালিত তাঁতের তৈরি। ভারতের মনিপুরের প্রশস্ত তাঁতের তৈরি পশমের নকশী কার্পেটের সুনাম বিশ্বব্যাপি।