বিনিময় বিল কি?
প্রস্তুতকারী কর্তৃক স্বাক্ষরিত কোন ব্যক্তিকে অথবা তার আদেশে অন্য কোন ব্যক্তিকে অথবা বাহককে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যে লিখিত শর্তহীন আদেশ দেয় তাকে বিনিময় বিল বলে।
প্রস্তুতকারী কর্তৃক স্বাক্ষরিত কোন ব্যক্তিকে অথবা তার আদেশে অন্য কোন ব্যক্তিকে অথবা বাহককে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যে লিখিত শর্তহীন আদেশ দেয় তাকে বিনিময় বিল বলে।
বিনিময় বিল |
বিনিময় বিলের কয়টি পক্ষ থাকে?
বিনিময় বিলের মূলত তিনটি পক্ষ থাকে যেমনঃ
- আদেষ্টা
- আদিষ্ট ও
- প্রাপক
বিনিময় বিলের বৈশিষ্ট্য?
- বিনিময় বিল অর্থ প্রদানের একটি শর্তহীন আদেশ।
- বিনিময় বিল অবশ্যই আদিষ্ট কর্তৃক স্বীকৃত হতে হবে।
- এটি অবশ্যই প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত হতে হবে।
- বিনিময় বিলের টাকা দেশীয় মুদ্রায় পরিশোধযোগ্য।
- এটি নির্দিষ্ট সময় পরে চাহিবামাত্র পরিশোধযোগ্য হতে হবে।