স্কাওয়ারিং এর ত্রুটি ও প্রতিকার?

স্কাওরিং হল এমন একটি প্রক্রিয়া যেখানে ফেব্রিক হতে বিভিন্ন প্রাকৃতিক এবং কৃত্রিম অপদ্রব্যসমূহ যেমনঃ মোম, তেল, আঠা, চর্বি ইত্যাদি উপাদান অপসারণ করা হয়।

স্কাওয়ারিং প্রসেস
স্কাওয়ারিং প্রসেস

স্কাওয়ারিং এর ত্রুটি ও প্রতিকার?

সাধারণত স্কাওয়ারিং প্রক্রিয়ায় তিনটি ত্রুটি বেশি দেখা যায়ঃ
  • কাপড়ে দাগ পড়া
  • ফরর্মেশন অব অক্সিসেলুলোজ
  • ফরর্মেশন অব হাইড্রোসেলুলোজ

কাপড়ে দাগ পড়ার কারণ? 

কিয়ার বয়লারের পূর্বে ব্যবহৃত কোন কেমিক্যাল বা অপদ্রব্য ফেব্রিকের গায়ে লেগে থাকলে সেখান থেকে ফেব্রিকের গায়ে স্পট পরতে পারে।

কাপড়ে দাগ পড়ার প্রতিকার?

নতুন ব্যাচের কাপড়ের জন্য কিয়ার বয়লারে ব্যবহার করার পূর্ব কিয়ারকে ভালভাবে পরিষ্কার করে নিতে হবে। যাতে কিয়ারে কোন কেমিক্যাল অপদ্রব্য না থাকে। এর ফলে নতুন ব্যাচের কাপড়ে কোন অনাকাঙ্ক্ষিত দাগ পড়বে না।

ফরর্মেশন অব অক্সিসেলুলোজের
কারণ? 

কিয়ার বয়লারে স্কাওয়ারিং করার সময় কাপড়ের কিছু অংশ যদি কেমিক্যাল দ্রবণের উপর থাকে। তবে যে অংশ বায়ুর অক্সিজেনের সহিত ক্রিয়া করে সে অংশ দূর্বল হয়ে যায়।

ফরর্মেশন অব অক্সিসেলুলোজের
প্রতিকার?

কিয়ার বয়লারের ভেতর যদি বায়ু প্রবেশ না করে অর্থাৎ কিয়ার বয়লারে যাতে বায়ুরোধী হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও সমস্ত ফেব্রিক যাতে লিকারের নিচে থাকে তার ব্যবস্থা করতে হবে। আর উপরোক্ত ব্যবস্থাগুলো গ্রহণ করলেই অক্সিসেলুলোজ ফরম হবে এবং কাপড় দুর্বল হবে না।

ফরর্মেশন অব হাইড্রোসেলুলোজের
কারণ? 

পাতলা এসিড কিছু নির্দিষ্ট শর্তাধীনে সেলুলোজ মলিকুলকে হাইড্রোলাইসিস করে ফলে সেলুলোজের লম্বা চেইন ভেঙে যায়। যার ফলে ফেব্রিকের শক্তি কমে যায় বা ফেব্রিক দুর্বল হয়ে যায়।

ফরর্মেশন অব হাইড্রোসেলুলোজের
প্রতিকার? 

অ্যাসিড ব্যবহারে যাতে কটনের সেলুলোজ হাইড্রোলাইসিস না করে সেজন্য অনুকূল শর্তাদি বজায় রাখতে হবে। ফলশ্রুতিতে কাপড়ের সেলুলোজের অনাকাঙ্ক্ষিত হাইড্রোসেলুলোজ সৃষ্টি হবে না এবং কাপড়ও দূর্বল হবে না।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন