পরিবেশ কি?
একটি জীবের পরিবেষ্টক এবং প্রভাব বিস্তারকারী সজীব এবং জড় উপাদানের মোট সমষ্টি বা যোগফলকে ঐ জীবের পরিবেশ বলে।
একটি জীবের পরিবেষ্টক এবং প্রভাব বিস্তারকারী সজীব এবং জড় উপাদানের মোট সমষ্টি বা যোগফলকে ঐ জীবের পরিবেশ বলে।
পরিবেশ |
পরিবেশের উপাদান কয়টি ও কি কি?
অনেকে পরিবেশকে দুইভাগে ভাগ করেনঃ- জীব এবং
- জড়
পরিবেশের মূল উপাদান হল তিনটি যেমনঃ
- বাহ্যিক, কৃষিজ, আবহাওয়া, মৃত্তিকা, সেচ
- জৈবিক বিভিন্ন জীবজন্তু, শস্য, বৃক্ষরাজি
- সামাজিক জনসংখ্যা, শিক্ষা প্রতিষ্ঠান
এছাড়াও পরিবেশের আর চারটি উপাদান আছেঃ
- মানুষ
- বৃক্ষরাজি
- জীবজন্তু
- জড়বস্তু
মানুষঃ
জনসংখ্যা এর পরিমাণ ও গুণগত বিষয়সমূহ, প্রতিষ্ঠান ও প্রযুক্তি, মানুষের আচার ও আচরণ, চাহিদা সরবরাহ, ভোগ, ব্যবসা বাণিজ্য ইত্যাদি প্রতিনিয়ত পৃথিবী ও পরিবেশের উপর চাপ সৃষ্টি করে চলছে।বৃক্ষরাজিঃ
ঋতুভিক্তিক এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ গুণগত ও পরিমাণগত উভয় দিক থেকে প্রকৃতি এবং পরিবেশকে প্রভাবিত করছে।জীবজন্তুঃ
বিভিন্ন প্রজাতির পশুপাখি, মাংসাশী, নিরামিষভোজী, মৎস, গবাদি পশু ইত্যাদি মানব জীবনের প্রাত্যহিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।কোন কোন জীবজন্তু মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হয়, কোনটি কৃষিকাজে লাগছে, কোন কোনটি ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত এবং এভাবে জীবজন্তু মানুষের ধারণের কাজে সহায়তা করেছে।