ইটিপি কি | ই টি পি কেন ব্যবহার করা হয় | ইটিপি প্লান্ট এর সুবিধা

ইটিপি এর পূর্ণরপ?

ইটিপি এর পূর্ণরপ হল Effluent Treatment plantplant বা (ETP)।
 

ইটিপি কি?

ইটিপি হল এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে তরল বর্জ্য পদার্থ পরিশোধন করার হয়। এবং ব্যবহার উপযোগী করে তোলে এবং অব্যবহৃত পানিগুলোকে পরিবেশে ছাড়া হয়। আর তাই ময়লা পানি যেন পরিবেশের কোন ধরনের ক্ষতি না করতে পারে সেজন্যই ইটিপি প্লান্ট বসানো হয়ে থাকে। 

ইটিপি প্লান্ট
ইটিপি প্লান্ট

ETP কেন ব্যবহার করা হয়? 

আমাদের দৈনন্দিন জীবনে দিন দিন শিল্প বিপ্লবের প্রসার ঘটছে। তাই দিন দিন শিল্প-কারখানার পণ্য উৎপাদন করতে গিয়ে পানির ব্যবহার বৃদ্ধি পেয়ে থাকে। 

আর তাই শিল্প-কারখানার ময়লা, বিষ এবং ট্যানারি শিল্পের রাসায়নিক মিশ্রিত পানি পরিবেশে যাতে কোন ধরনের ক্ষতি না করতে পারে তার জন্য ইটিপি প্লান্ট ব্যবহার করা হয়। তাই দিন দিন ETP এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।

ইটিপি প্লান্ট কোথায় ব্যবহার করা হয় |Where ETP plant is Used

ইটিপি প্লান্ট শিল্প-কারখানাতে ব্যবহার করে হয় যেমনঃ
  • গার্মেন্টস 
  • টেক্সটাইল
  • ফার্মাসিটিক্যাল কোম্পানি
  • কেমিক্যাল ইন্ডাস্ট্রি 
  • ট্যানারি শিল্প
  • রাসায়নিক সার কারখানা ইত্যাদি ক্ষেত্রে ইটিপি ব্যবহার করা হয়ে থাকে।

ইটিপি প্লান্ট এর সুবিধা? 

  • ইটিপি প্লান্ট থাকলে ফ্যাক্টরির বর্জ্য পদার্থ এবং ময়লা পানি পরিবেশের কোন ক্ষতি করে না।
  • ETP plant থাকলে পরিবেশ অধিদপ্তরের ভোগান্তি থেকে রেহাই পাওয়া যায়। 
  • এটি সাধারণত পরিবেশ বান্ধব পানির ব্যবহার গড়ে তোলে।
  • ইটিপি থাকলে আপনি পানির অপচয় রোধ করতে পারবেন। এবং এটিপি থেকে পরিশোধিত পানি পুনরায় ব্যবহার করতে পারবেন।

ইটিপি প্লান্ট এর অসুবিধা? 

  • ইটিপি প্লান্ট তৈরি করতে অনেক টাকা খরচ হয়। 
  • ইটিপি প্লান্ট পরিচালনা করতে আলাদা জনবল প্রয়োজন।
  • ইটিপি প্লান্ট মেইনটেনেন্স জন্য আলাদা খরচের প্রয়োজন।


ইটিপি প্রকারভেদ | classification of the water treatment plant 

  • কেমিক্যাল ট্রিটমেন্ট 
  • বায়োলজিক্যাল ট্রিটমেন্ট
  • কম্বিনেশন অফ কেমিক্যাল
  • থার্মাল এন্ড বায়োলজিক্যাল ট্রিটমেন্ট

TEP plant | ইটিপি মাধ্যমে পানি পরিশোধন প্রক্রিয়া 


প্রাইমারি টিটমেন্ট প্লান্ট কি?

ETP প্লান্টের দূষণকারী বড় বড় কোন পদার্থ থাকলে তা আলাদা করে থাকে যেমনঃ কাগজ, প্লাস্টিক, কাঠের টুকরো, পিন ইত্যাদি। 

স্কেনিং কি?

স্কেনিং এর মাধ্যমে বড় বড় এবং ভাসমান যে কোন পদার্থ সরিয়ে দেওয়া রিমুভ করে দেওয়া।

সেদিমেন্টেশন কি?

এটির মাধ্যমে পানির তলানিতে পড়ার সময় গ্রাবিটি, প্রক্রিয়ার মাধ্যমে সাসপেনশন সলিড রিমুভ করা হয়।

গ্রীড চেম্বার কি?

গ্রিড চেম্বারের মাধ্যমে অজৈব এবং কঠিন পদার্থগুলো সরিয়ে ফেলা হয় গ্রিড চেম্বারের মাধ্যমে।

ক্ল্যারিফায়ার কি?

এটি টাংকির মাধ্যমে জমা হওয়া কঠিন পদার্থ গুলোকে রিমুভ করে থাকে।

ইটিপি পানি পরিশোধন করতে কি কি কেমিক্যাল ব্যবহার করা হয়?

  • চুন
  • ফটোইকেট্রলাইট
  • ফিটকিরী 
  • আরো অনেক ধরনের কেমিক্যাল আছে যেমনঃ
  • পাথর
  • কার্বন ফিল্টার
  • লাল গুড়া পাথর ইত্যাদি। 

ইটিপি এর পানি পরিশোধনের ধাপসমূহ নিচে দেয়া হলঃ

ইটিপি প্লান্টের পানি পরিশোধন করতে হলে এই ধাপগুলো অতিক্রম করতে হবে যেমনঃ
  • ইকুলাইজেশন ট্যাংক
  • ক্লারিফ্লায়াএ ট্যাংক 
  • এয়ারেশন ট্যাংক
  • পোষ্ট টিটমেন্ট ট্যাংক
  • সেটেলিং ট্যাংক 
  • ক্লিয়ার ওয়াটার ট্যাংক
  • ভ্যাসেল

ইটিপি প্লান্ট এয়ারেশন ট্যাংকের মধ্যে  হাওয়ার মেশিনের মাধ্যমে বাতাস দিতে হয়, এয়ার ডিপিউজার এর সাহায্য। 
এই ধাপগুলো অতিক্রম করার পর পানি পরিবেশে ব্যবহার উপযোগী হয়ে থাকেঃ
ই টি পি হল ইফুলিয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। ETP plant পানি পরিশোধ এর পরে পানির মান ঠিক আছে কিনা তা টেষ্ট করতে হয় তা হলঃ
  • পানির ph= -6-9
  • পানির tds = - 2.1mg/per Ltr.
  • BOD= Biochemical Oxygen demand
  • COD= Chemical Oxygen Demand
  • TOC= Tota Organic Carbon
  • O&G= oil and grease

ETP FQA;


ETP ফুল ফর্ম কি?

Effluent treatment plant (e.t.p.)

ইটিপি প্ল্যান আছে কিন্তু ব্যবহার কেন করে না অনেক?

অনেক শিল্প প্রতিষ্ঠানের ETP plant আছে কিন্তু ব্যবহার করে না। কারণ তাদের খরচ কমানোর জন্য।

Wtp Full Meaning? 

water treatment plant. 

ইটিপি প্লান্ট বসাতে খরচ কেমন হয়?

ই.টি.পি. প্লান্ট বসাতে খরচ নির্ভর করে আপনার কত বড় প্লেন তৈরি করবেন। আর কত হাজার লিটার ট্যাংক তৈরি করবেন তার ওপর যেমনঃ ৫ হাজার লিটার প্লান্টের খরচ পড়তে পারে ৪ লক্ষ টাকার মত। সেক্ষেত্রে একেক কোম্পানি একেক দাম রাখতে পারে। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

1 মন্তব্যসমূহ

  1. আমি ইটিপি প্লান্টে ব্যবহিত কেমিক্যাল Lime, Alum,and polymer এর কার্যকারীতা সম্পর্কে জানতে চাই প্লিজ

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন