ডাইরেক্ট ডাই কি | ডাইরেক্ট ডাই এর বৈশিষ্ট্য

ডাইরেক্ট ডাই
ডাইরেক্ট ডাই

ডাইরেক্ট ডাই কি?

যে সমস্ত ডাই এর ফাইবারের প্রতি সরাসরি আর্কষণ আছে এবং সরাসরি প্রয়োগ করা যায় অর্থাৎ এখানে অন্য কোন সাহায্যকারী ডাই এর প্রয়োজন হয় না তাকে ডাইরেক্ট ডাই বলে। অর্থাৎ এতে কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার না করা সরাসরি প্রয়োগ করা হয়। এ সকল ডাই এর ব্যবহার সবচেয়ে বেশি। 

ডাইরেক্ট ডাই এর বৈশিষ্ট্য? 

  • ডাইরেক্ট ডাই এ সালফোনিক বা কার্বক্সিলিক এসিডের সোডিয়াম লবণের গ্রুপ থাকে। ফলে ইহা পানিতে দ্রবণীয়।
  • ইহা খুব সহজে প্রয়োগ করা যায় এবং দামে সস্তা। 
  • সাধারণত এর সেলুলোজিক ফাইবার বিশেষ করে কটন ও ভিসকোস রেয়নের প্রতি প্রবল আর্কষণ আছে। তবে কিছু কিছু ডাইরেক্ট ডাই প্রাণিজ ফাইবারকেও ডাই করতে পারে।
  • ডাইরেক্ট ডাই এর ওয়াশিং ফাস্টনেস ভাল নয়, তবে আফটার ট্রিটমেন্ট দ্বারা এর ওয়াশিং ফাস্টনেস, লাইট ফাস্টনেস ইত্যাদি বৃদ্ধি করা যায়। 
  • বিভিন্ন ধরনের কালার শেড এ ডাই দ্বারা করা সম্ভব। 
  • ঘর্ষণ ও ঘামের বিপরীতে এ ডাই এর স্থায়িত্ব ভাল।
  • গ্যাস ফিডিং বা ইস্ত্রিতে এ ডাই ক্ষতিগ্রস্ত হয় না।
  • এ ডাই অ্যালকালি ও নিরপেক্ষ মাধ্যমে প্রয়োগ করা হয়।
 
পরিশেষে বলা যায় ডাইরেক্ট ডাইকে  Substantive dye ও বলা হয়, কারণ হল সেলুলোজের প্রতি এর একটি প্রবল আসক্তি আছে।
Next Post Previous Post