|
নিটিং
|
নিট এবং ওভেন এর পার্থক্য?
নিটঃ
- নিডেলের সাহায্যে লুপ তৈরি করে এবং একটি লুপ আর একটি লুপের সাথে ইন্টারমেশিং করে এ কাপড় বোনা হয়।
- নিট ফেব্রিক বাল্কি এবং ইলাস্টিক গুণসম্পন্ন হয়ে থাকে। লুপ স্ট্রাকচারের গঠন বাল্কি হওয়ার ফলে সহজে বাতাস প্রবেশ করতে পারে না।
- নিটেড ফেব্রিকে কোন ভাঁজ পড়ে না।
- নিটেড ফেব্রিকে ফাউন্ডেশন এবং ফিল্টার ক্লথ হিসেবে ব্যবহার করা যায় না।
- নিটেড ফেব্রিক বডি শেপের তৈরি করা যায়।
- এক্ষেত্রে সুতায় কোন মাড় দেয়া হয় না।
- নিটিং ইন্ডাস্ট্রিতে অপচয় কম হয়।
- নিটিং মেশিনের উৎপাদন ক্ষমতা বেশি।
- নিটিং এর উৎপাদন খরচ কম।
- নিটিং ফেব্রিককে আয়রনিং বা ইস্ত্রি করার প্রয়োজন হয় না বললেই চলে।
|
উইভিং |
ওভেনঃ
- দুই সেট সুতার ইন্টারলেসমেন্টের মাধ্যমে অর্থাৎ এবং ওয়ার্প এবং ওয়েফট সুতার বন্ধনীর মাধ্যমে এ কাপড় তৈরি করা হয়।
- বননকৃত কাপড়ে একই রকম গুনাগুন থাকে না।
- বিশেষ ধরনের সুতা ব্যবহারের ফলে ওভেন ফেব্রিককে ভাঁজ পড়ে।
- ওভেন ফেব্রিককে ফাউন্ডেশন এবং ফিল্টার ক্লথ হিসেবে ব্যবহার করা যায়।
- ওভেন ফেব্রিক বডি শেপের তৈরি করা যায় না।
- এক্ষেত্রে টানা সুতায় মাড় দেয়া হয়।
- উইভিং ইন্ডাস্ট্রিতে অপচয় বেশি হয়।
- উইভিং এর উৎপাদন ক্ষমতা তুলনামূলক কম।
- উইভিং এর উৎপাদন খরচ বেশি।
- ওভেন ফেব্রিককে আয়রনিং বা ইস্ত্রি করার প্রয়োজন হয়।