ডিজাইনের উপাদান?

ফেব্রিক ডিজাইন
ফেব্রিক ডিজাইন

ডিজাইনের কতিপয় গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। যা লাইন ডেভলপমেন্ট এর সাথে সরাসরি প্রভাব ফেলে থাকে। আর সেগুলো হলঃ 
  • কালার 
  • কাপড় 
  • লাইন 
  • শেপ বা আকার

কালার কি?

ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে মূল উপাদান এবং গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কালার বা রং। কালার ছাড়া কোন ডিজাইন তৈরি সম্ভব হয় না। কেননা কোন পোশাকের গ্রহণযোগ্যতা এবং সৌন্দর্য নির্ভর করে কালারের উপর। 

বিভিন্ন অনুষ্ঠানের এবং মৌসুমের পোশাকে বিভিন্ন কালারের প্রভাব পরিলক্ষিত হয়। কাজেই লাইন ডেভলপমেন্টের ক্ষেত্রে কালারের সর্বাপেক্ষা বিবেচনায় আনা হয়। কালারের তিনটি ডাইমেনশন রয়েছেঃ
  • লাইন 
  • ভ্যালু 
  • ইনটেনসিটি 

তাছাড়া ডিজাইন বিভিন্ন কালার হতে পারে যেমনঃ ওয়ার্ম কালার, কোল্ড কালার ইত্যাদি।  

কাপড় কি?

ডিজাইন ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে কালারের পর আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল কাপড়। কাপড় নির্বাচন, কাপড়ের টেক্সচার, কাপড়ের গঠন, পরিবেশের সাথে মানানসই, কাপড়ের মূল্য ইত্যাদির উপর নির্ভর করে। বিভিন্ন প্রকার বুননের সাহায্যে কাপড়ে ডিজাইন করা যায়। যেমনঃ স্ট্রাইপ, চেক, টুইল ইত্যাদি।

লাইন কি?

কাপড় নির্বাচন করার পর ডিজাইনারগণ লাইনের দিকে দৃষ্টি দেন। লাইন বলতে পোশাকের বাহ্যিক সৌন্দর্য কে বুঝায়। যা সিম, ওপেনিং, প্লিটস, গ্যাদার, টপ স্টিচিং এবং ট্রিমস দ্বারা গঠিত হয়। 

শেপ বা আকার কি?

লাইন ডেভলপমেন্টের জন্য অতঃপর শেপ সৃষ্টি করা হয়। পোশাকের আকৃতি বা পোশাকের কোন কোন অঙ্গ বিশেষ করে স্লিভ, কলার বা লেবেল সঠিক আকৃতির এবং সঠিক সাইজের আছে কি না তার ওপর ডিজাইন ডেভলপমেন্টের অনেকটা নির্ভর করে। 

Next Post Previous Post