বঙ্গের রাষ্ট্রীয় সীমারেখা নির্ণয় করা খুবই কঠিন। কেননা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক জয়-পরাজয় বঙ্গের সীমারেখা পরিবর্তন হয়েছে। বিশ্ব মানচিত্রে এশিয়া মহাদেশের দক্ষিণে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অবস্থান। দক্ষিণ সীমায় বঙ্গোপসাগরের নীল জলরাশি ছাড়াও ছোট্ট দেশটির বাকি সীমারেখা ঘিরে রেখেছে ভারত।
প্রাচীন বাংলার সীমানা |
উত্তর সীমাঃ
বাংলাদেশের উত্তর সীমানা রয়েছে ভারতের বিশাল হিমালয় পর্বত। উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য।
পূর্ব সীমাঃ
এদেশের পূর্ব প্রান্তে রয়েছে ছোট-বড় অনেক পাহাড়। বিশেষ করে এখানে আসাম, খাসিয়া, ত্রিপুরা, মায়ানমার আর চট্টগ্রামের পাহাড় রয়েছে।
দক্ষিণ সীমাঃ
বাংলাদেশের দক্ষিণ প্রান্তে রয়েছে বিশাল বঙ্গোপসাগরের নীল জলরাশি। দক্ষিণ-পূর্ব প্রান্তের কিছুটা এলাকা মায়ানমার আর চট্টগ্রামের পাহাড় রয়েছে।
পশ্চিম সীমাঃ
বাংলাদেশের পশ্চিম সীমানায় রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও রাজমহল পাহাড়ি এলাকা। এছাড়াও পশ্চিমের সীমারেখায় সাঁওতাল, পরগনা, ঝাড়খন্ড ও ময়ুরভঙ্গের ঘন জঙ্গল রয়েছে।