অ্যাসিড ডাই এর আফটার ট্রিটমেন্ট?

অ্যাসিড ডাই
অ্যাসিড ডাই

অ্যাসিড ডাই এর আফটার ট্রিটমেন্টঃ
প্রথমে ডাই করা কাপড়কে একটি বাথে নিয়ে এতে ৪০°C তাপমাত্রায় ৪% ফরমিক অ্যাসিড ও ২% ট্যানিক অ্যাসিড যোগ করে অতি দ্রুত তাপমাত্রা ৯৫°C এ উন্নীত করা হয়।

এ অবস্থায় ৩০ মিনিট বয়েল করা হয়। এরপর ২% টারটারিমেটিক যোগ করা হয় এবং একই তাপমাত্রায় আরও ১৫ মিনিট বয়েল করা হয়। এরপর দ্রব্যকে ধৌত করা হয়।l
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন