গ্যাট কি | WTO কত সালে প্রতিষ্ঠিত হয়

গ্যাট (Gatt) কি?
সুষম বাণিজ্যিক বাজার সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক পুনঃগঠনের প্রয়োজনই হল গ্যাট।

গ্যাট এর পূর্ণরুপ কি?
গ্যাট এর পূর্ণরুপ হল General Agreement on Tariff and Trade

গ্যাট এর অর্থ কি?

গ্যাট এর অর্থ হল শুল্ক ও ব্যবসার চুক্তি।

WTO
WTO

গ্যাট এর বর্তমান নাম কি?
গ্যাট এর বর্তমান নাম হল WTO অর্থাৎ World Trade Organization.

WTO কত সালে প্রতিষ্ঠিত হয়?
WTO প্রতিষ্টিত হয় ১লা জানুয়ারি ১৯৪৮ খ্রিস্টাব্দে। 

WTO এর প্রধান কে?
 এ সংস্থার প্রধান হল ডাইরেক্টর জেনারেল বা মহাপরিচালক। 

WTO এর সদর দপ্তর কোথায়?
সুইজারল্যান্ডের জেনেভাতে WTO এর সদর দপ্তর অবস্থিত। 

WTO এর সদস্য সংখ্যা কত?
WTO এর সদস্য সংখ্যা ১৬৪ টি।

বাংলাদেশ WTO সদস্য কত সালে হয়?
বাংলাদেশ বিশ্ব বানিজ্য সংস্থার সদস্য হয় ১৯৯৫ সালে। 

বাংলাদেশ WTO এর কততম সদস্য?
১৩৬ তম।

বাংলাদেশে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ভূমিকা?

গ্যাট প্রতিষ্ঠার প্রধান পেক্ষাপট হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা শুরু হয়। এ মন্দাকে কাটিয়ে উঠার আগেই পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা সৃষ্টি হয়। এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব বানিজ্যে ধস নামে। 

যুদ্ধদানবের প্রভাবে সেসময়ে অধিকাংশ দেশের অর্থনীতিতে ব্যাপক ধস নামে, ফলে বাণিজ্যিের ক্ষেত্রে দেখা যায় মারাত্মক অনিয়ম ও বিশৃঙ্খলা। এ পরিস্থিতিতে সুষম বাণিজ্যিক বাজার সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক পুনঃগঠনের প্রয়োজন হয়।

ঠিক এসময়ে পুঁজিবাদী দেশগুলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি বাণিজ্য সংস্থা প্রতিষ্টার প্রস্তাব করে। ঠিক এ লক্ষে পুঁজিবাদী সমাজতন্ত্র রোধকল্পে এবং অর্থনৈতিক উপনিবেশ তৈরির উদ্দেশ্য ১৯৪৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্টের ব্রেটন উডসে মিলিত হয়। 

বেটন উডস কনফারেন্স তিনটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্টার সিদ্ধান্ত নেয়া হয়। আইটিও যখন প্রতিষ্টিত হতে পারল না, তখন আইটিও এর পরিবর্তে ১৯৪৭ সালে জেনেভার বিশ্ব বানিজ্য নীতি নিয়ে বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয়। 

সেসময়ে ২৩টি দেশ তাতে প্রাথমিকভাবে স্বাক্ষরিত করে। এই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৯৪৮ সালে ১লা জানুয়ারি গ্যাট কার্যকরী হয়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন