সুপার মার্কেট (Super Market) কি?
যে মার্কেটে খাদ্যসামগ্রীর যাবতীয় আইটেম থাকে এবং বিভিন্ন ওজন ও মানে গ্রেড বা শ্রেণীবিভাগ করা থাকে এবং প্যাকেটের দাম, ওজন প্রভৃতি উল্লেখ করে লেবেল লাগানো থাকে তাকে সুপার মার্কেট বলে।
যে মার্কেটে খাদ্যসামগ্রীর যাবতীয় আইটেম থাকে এবং বিভিন্ন ওজন ও মানে গ্রেড বা শ্রেণীবিভাগ করা থাকে এবং প্যাকেটের দাম, ওজন প্রভৃতি উল্লেখ করে লেবেল লাগানো থাকে তাকে সুপার মার্কেট বলে।
আর এ জাতীয় প্রতিষ্ঠানে সাধারণত কোন বিক্রয়কর্মী থাকে না। ক্রেতারা কাউন্টারে গিয়ে দাম পরিশোধ করে তাদের প্রয়োজনী পণ্য নিয়ে আসে। বর্তমানে বাংলাদেশ কিছু সুপার মার্কেট গড়ে উঠেছে।