স্টাইল কাকে বলে | স্টাইল কত প্রকার

স্টাইল (Style) কি?
স্টাইল হল কোন মানুষের একান্ত নিজস্ব রুচিবোধ।

স্টাইল
স্টাইল

স্টাইল (Style) কাকে বলে?
মানুষের নিজস্ব রুচিবোধ, যা নিজ ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে অন্যের নিকট তুলে ধরা হয় তাকে স্টাইল বলে।

স্টাইল (Style) কত প্রকার?

স্টাইল তিন প্রকারঃ
  • রাজকীয় স্টাইল (The empire style)
  • মিডি স্টাইল (Middy style)
  • শার্ট ওয়েস্ট স্টাইল (Shirt waist style)

রাজকীয় স্টাইল (The empire style) কি?

আধুনিক রাজকীয় পোশাকের উৎপত্তি হল ফ্রান্সের সম্রাজ্ঞী Josepine এর স্টাইল হতে। কিন্তু পরবর্তীতে উক্ত ডিজাইনের পোশাকটি ব্যবহারের অনুপযোগী বলে কেউই স্টাইল ফ্যাশন হিসেবে গ্রহণ করে নি।

কারণ হল উক্ত পোশাকটি খুব স্বচ্ছ ও গলা সম্পূর্ণরূপে খোলা ও গোড়ালি পর্যন্ত লম্বা। ফলে পরবর্তীতে রাজকীয় পরিবারের ডিজাইনারগণ পোশাকটির ডিজাইন পরিবর্তন করে ব্যবহারের উপযোগী করেন। 

মিডি স্টাইল (Middy style) কি?

মিডি স্টাইলের মূল ডিজাইন হল নাবিকের ব্লাউজের ডিজাইন। বিংশ শতাব্দীর প্রথম কুড়ি বছর এই পোশাকের খুব প্রচলন ছিল। ১৯৯৫ সালের শেষের দিকে এই স্টাইলটি আবার ফ্যাশন হিসাবে প্রচলন শুরু হয়।

উক্ত পোশাকের ডিজাইনটি ১৯৬০ সালে কিছুটা পরিবর্তন করে নানা বৈচিত্র্যপূর্ণ ভাবে তৈরি করা হয়। কিছু কিছু পোশাক ঐতিহ্যবাহী সাদা সুতি কাপড় দিয়ে তৈরি করা হয়। 

শার্ট ওয়েস্ট স্টাইল (Shirt waist style) কি?

শার্ট ওয়েস্ট স্টাইলটি উনবিংশ শতাব্দীর মধ্যভাগ হতে জনপ্রিয় হয়ে উঠে। শার্ট ওয়েস্ট স্টাইলটি ফ্যাশনে অনুপ্রাণিত হয় পুরুষদের শার্ট থেকে। 

১৯৫০ সালে শার্ট ওয়েস্ট স্টাইলের বিভিন্ন কাপড় ও ডিজাইনের বৈচিত্র্যমন্ডিত করা হয়। ফলে এই স্টাইলটি খুব জনপ্রিয়তা পায়। শার্ট ওয়েস্ট স্টাইল সাধারণত খুব আরামদায়ক এবং সকল বয়সের পুরুষদের জন্য এবং সবরকম অনুষ্ঠানে পরিধান করার জন্য উপযোগী।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন