সাইজিং কাকে বলে?

সাইজিং প্রসেস
সাইজিং প্রসেস

সাইজিং কাকে বলে?
যে যান্ত্রিক প্রক্রিয়ায় বা হস্তচালিত নিয়মে টানা সুতাগুলোকে বীমিং করার সময় এক প্রকার আঠালো পদার্থ যুক্ত করে সুতার উপর বিদ্যমান গুলোকে সুতার গায়ে মিশিয়ে দিয়ে সুতাকে মসৃণ, চকচকে, সমতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, শক্তি বৃদ্ধি করার পদ্ধতিতে ড্রেসিং বা সাইজিং বা মাড় প্রকরণ বলে।

একে Slashing ও বলা হয়। সাইজিং করার ফলে সুতা, রিড ও হিল্ডের ঘর্ষনজনিত ক্ষতি হতে বহুলাংশে রক্ষা পায়। এক সমীক্ষায় দেখা যায় সুতায় মাড় প্রয়োগ করলে ১৫-২০% শক্তি বৃদ্ধি পায়।
Next Post Previous Post