সীম কাকে বলে?

পোশাক প্রস্তুত করতে হলে প্রথমে প্যাটার্ন অনুযায়ী কাপড় কেঁটে নিতে হয়। তারপর উক্ত খণ্ডিত অংশকে সেলাই বা অন্য যেকোন পদ্ধতির সংযোজন বা জোড়া লাগিয়ে একটি সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ পোশাক তৈরি করা হয়।

সীম
সীম

সীম (Seam) কাকে বলে?
যে রেখা বরাবর একাধিক পরতা কাপড় সেলাই বা অন্য যেকোন পদ্ধতিতে জোড়া লাগানো হয় ঐ রেখাকে সীম (Seam) বলে। 

কাপড় সেলাই করে বা বিকল্প কোন পদ্ধতিতে জোড়া লাগালেই হল সীমের মূল কাজ। সেলাই এর প্রধান উদ্দেশ্য হল এমন একটি সীম তৈরি করা, যার চেহারা এবং গুণাগুণ যেন আদর্শ মানসম্পন্ন হয় ও কম খরচে তৈরি করা যায়। সীম যত সুন্দর হবে পোশাকও তত সুন্দর হয়।
Next Post Previous Post