রিং স্পিনিং ফ্রেম কাকে বলে?

স্পিনিং বিভাগ হল আঁশ থেকে সুতা তৈরির সর্বশেষ প্রক্রিয়া বা ধাপ। স্পিনিং এ সিমপ্লেক্স থেকে প্রাপ্ত রোভিং এর একক দৈর্ঘ্যের ওজন কমিয়ে সুতা তৈরি করা হয়।
রিং স্পিনিং ফ্রেম
রিং স্পিনিং ফ্রেম


রিং স্পিনিং (Ring Spinning Frame) কাকে বলে?

স্পিনিং বিভাগে যে মেশিনে সুতা তৈরি করা হয় সে মেশিনকে রিং স্পিনিং ফ্রেম বলা হয়। স্পিনিং ফ্রেমের ববিনের চারপাশে রিং থাকে। রিং এর চারপাশে ট্রাভেলার হোল্ডার থাকে যা ট্রাভেলারকে ধরে রাখে। 

রিং এর উপর ট্রাভেলার ঘুরতে থাকে ও উৎপাদিত সুতা ববিনে জড়াতে থাকে। এই ফ্রেমে রিং এর মাধ্যমে সুতা উৎপাদন হয় বলে স্পিনিং ফ্রেমকে রিং স্পিনিং ফ্রেম বলা।

রিং স্পিনিং-ই একমাত্র মেশিন যাতে প্রায় সব ধরনের আঁশ দ্বারা সুতা প্রস্তুত করা সম্ভব হয়ে থাকে। সাধারণত রিং স্পিনিং দ্বারা সুতা তৈরি পদ্ধতি সহজ এবং মেশিনের মূল্যও তুলনামূলক কম। 

কাউন্টের পরিসর ৬s Ne থেকে ১৪০s Ne উৎপাদিত কপ ব্যবহার করা সহজ, যেমন রিং ববিন থেকে সুতা খুলে নেওয়া অত্যন্ত সহজ ও সহজেই বহনযোগ্য।
Next Post Previous Post