পপলিন কাপড় কি | পপলিন কাপড় চেনার উপায়

পপলিন কাপড় কি?
যে কাপড়ে মিহি টানা ও মোটা পড়েন সুতা ব্যবহার করা হয় তাকে পপলিন কাপড় বলে।

পপলিন কাপড়
পপলিন কাপড়

পপলিন কাপড় চেনার উপায়?
ইহা প্লেইন বুননকৃত ওভেন কাপড়। যার মধ্যে মিহি টানা সুতা ও মোটা পড়েন সুতা ব্যবহার করা হয়। প্রতি ইঞ্চিতে পড়েন সুতা অপেক্ষা টানা সুতার সংখ্যা দ্বিগুণ বা তার চেয়েও বেশি ব্যবহার করা হয়ে থাকে। 

পপলিন কাপড় সিল্ক, কটন, কৃত্রিম উলের মিশ্রণ আঁশ দিয়ে তৈরি করা হয়। এছাড়াও কটন পপলিন কাপড় অধিকার সময়ে মার্সেরাইজ করা হয়।

পপলিন কাপড়ের ব্যবহার?
মহিলাদের সেলোয়ার-কামিজ, ছেলেদের শার্ট, পায়জামা, মহিলাদের শাড়ি,পাঞ্জাবি, ধুতি ইত্যাদি পোশাক তৈরিতে ব্যবহার করা হয়।
Next Post Previous Post