লেস (Lace) কাকে বলে?
কারুকার্যময় ফিতা বা সুতার সাহায্যে হাতে অথবা মেশিনে তৈরি জটিল নকশা বিশিষ্ট সরু ফিতাকে লেস বলে।
কারুকার্যময় ফিতা বা সুতার সাহায্যে হাতে অথবা মেশিনে তৈরি জটিল নকশা বিশিষ্ট সরু ফিতাকে লেস বলে।
লেস লুপিং টুইস্টিং ও নিটিং এবং হাতের মাধ্যমে সুচ বা ববিন দিয়ে তৈরি করা হয় অথবা মেশিনের সাহায্যে লেসের জন্য মূলত ওভেন পাতলা সরু ফেব্রিক ব্যবহার করা হয় যা সমতল বা টিউব আকৃতির হয়।
লেস বিভিন্ন ধরনের থাকে যেমনঃ হুড লেস, ইউনিফর্ম লেস, ক্যারিজ লেস ইত্যাদি।