নিটেড কাপড় (Knitted Fabric) কি?
নিটিং মেশিনের সাহায্যে কতগুলো সুই (Needle) এর মাধ্যমে লুপ (Loop) তৈরি করে যে কাপড় তৈরি করা হয় তাকে নিটেড কাপড় বলে।
নিটিং মেশিনের সাহায্যে কতগুলো সুই (Needle) এর মাধ্যমে লুপ (Loop) তৈরি করে যে কাপড় তৈরি করা হয় তাকে নিটেড কাপড় বলে।
নিটেড কাপড় খুব নরম হয়। এ কাপড় দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর টান দিলে প্রসারিত হয়। এ কাপড়ের প্রসারণ ও সংকোচন ক্ষমতা বেশি। নিটেড কাপড়ে সাধারনত কম পাকের সুতা ব্যবহার করা হয়।