নিটেড কাপড় কি | নিটেড কাপড়ের ব্যবহার

নিটেড কাপড়
নিটেড কাপড়

নিটেড কাপড় (Knitted Fabric) কি?
নিটিং মেশিনের সাহায্যে কতগুলো সুই (Needle) এর মাধ্যমে লুপ (Loop) তৈরি করে যে কাপড় তৈরি করা হয় তাকে নিটেড কাপড় বলে। 

নিটেড কাপড় খুব নরম হয়। এ কাপড় দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর টান দিলে প্রসারিত হয়। এ কাপড়ের প্রসারণ ও সংকোচন ক্ষমতা বেশি। নিটেড কাপড়ে সাধারনত কম পাকের সুতা ব্যবহার করা হয়। 

নিটেড কাপড় (Knitted Fabric) এর ব্যবহার?

নিটেড কাপড় দিয়ে টি-শার্ট, মোজা, গেঞ্জি, সোয়েটার, মাফলার, ট্রাউজারস, স্কার্ট, আন্ডারওয়্যার, ব্রিফ, সুইমিং কস্টিউম ইত্যাদি তৈরি করা হয়ে থাকে। এছাড়াও খেলাধুলার পোশাক তৈরিতে এ কাপড়ের ব্যবহার সর্বাধিক।
Next Post Previous Post