|
ইন্টারলাইনিং |
ইন্টারলাইনিং কাকে বলে?
পোশাকের কোন কোন অংশকে সুদৃঢ় করার জন্য অথবা কাঙ্ক্ষিত আকৃতি দেওয়ার জন্য ও উক্ত আকৃতি ধারণ করার জন্য দুই বা ততোধিক পড়তা কাপড়ের মধ্যে অতিরিক্ত একটি বা একাধিক যে পড়তা কাপড়জাতীয় পদার্থ ব্যবহার করা হয় তাকে ইন্টারলাইনিং বলে।