ফাসনিং কাকে বলে?

জিপার ফাসনিং
জিপার ফাসনিং

ফাসনিং কাকে বলে?
ফাসনিং হল বিশেষ ধরনের ট্রিমিং, যা পোশাকের দুটি প্রান্তকে আটকিয়ে রাখে এবং পোশাক পরিধান করলে পোশাকের বিভিন্ন আলগা অংশ খুলে যায় না। 

পোশাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং পোশাকে শরীরের সাথে আটকিয়ে রাখার জন্য ফাসনিং ব্যবহার করা হয়। পোশাক পরিধান করার জন্য পোশাকের বিভিন্ন অংশ খোলা হয় যাতে সমানভাবে শরীরের সঙ্গে লেগে থাকে। 

পোশাকের দুটি অংশকে আটকানোর জন্য বিভিন্ন প্রকার ট্রিমিং ব্যবহার করা হয় যেমনঃ চেইন, বোতাম, হুক ও লুপ বাঁধন ইত্যাদি। 

যে বিশেষ ধরনের ট্রিমিং ব্যবহার করে পোশাকের আলগা অংশ বা খোলা অংশকে একে অপরের সাথে আটকিয়ে রেখে পোশাকে ব্যবহার করা হয় তাকে ফাসনিং বলে।
Next Post Previous Post