|
কাপড়ের ত্রুটি |
কাপড়ের ত্রুটি কাকে বলে?
ত্রুটি বলতে কাপড়ের ঐ সমস্ত বৈশিষ্ট্যকে বোঝায় যা তার ব্যবহারযোগ্যতা বা বিক্রয় যোগ্যতা নষ্ট করে। সুতরাং কাপড়ের ত্রুটি বলতে কাপড়ের মধ্যে অবস্থিত সমস্যাগুলোকে বোঝায়। যেমনঃ ফেব্রিক হোল, ওয়েল স্পট, নিডেল মার্ক, সিংকার মার্ক ইত্যাদি।