কম্বিং কাকে বলে?
কম্ব অর্থ চিরুনি এবং কম্বিং অর্থ আঁচড়ানো। অর্থাৎ ড্রইং থেকে প্রাপ্ত স্লাইভারসমূহ চিরুনির মতো আচঁড়িয়ে সোজা ও সমান্তরাল করা এবং ক্ষুদ্র আঁশ নয়েল আকারে দুর করে উন্নত মানের স্লাইভার তৈরি করাকে কম্বিং বলে।
কম্ব অর্থ চিরুনি এবং কম্বিং অর্থ আঁচড়ানো। অর্থাৎ ড্রইং থেকে প্রাপ্ত স্লাইভারসমূহ চিরুনির মতো আচঁড়িয়ে সোজা ও সমান্তরাল করা এবং ক্ষুদ্র আঁশ নয়েল আকারে দুর করে উন্নত মানের স্লাইভার তৈরি করাকে কম্বিং বলে।
ড্রইং ফ্রেমে প্রাপ্ত স্লাইভারসমূহ থেকে ক্ষুদ্র আঁশ দূর করা হলে আঁশের গুণগুত মান খুব ভাল হয়। এই আঁশ দ্বারা সুতা তৈরি করলে সুতার শক্তি অনেক বৃদ্ধি পায়, সুতা অধিক সুষম হয় এবং অতি উন্নত মানের অর্থাৎ হালকা কাউন্টের সুতা প্রস্তুত করা সম্ভব হয়, যা দ্বারা উন্নতমানের ফেব্রিক প্রস্তুত করা সম্ভব।