কার্ড ক্লদিং কাকে বলে?

কার্ড ক্লদিং
কার্ড ক্লদিং

কার্ড ক্লদিং (Card Clothing) কাকে বলে?
সুক্ষ ওয়্যার দ্বারা তৈরি কার্ডিং মেশিনের বিভিন্ন রোলারের কভারিংকে কার্ড ক্লদিং বলে।

ক্লদিং (Clothing) কাকে বলে?
কার্ডিং মেশিনের বিভিন্ন রোলারের পৃষ্ঠ বরাবর মেটালিক অথবা ফ্লেক্সিবল ওয়্যার দ্বারা ফাউন্ডেশনের মাধ্যমে যে আবরণ সৃষ্টি করা হয় তাকে ক্লদিং বলে।

সাধারণত টেক্সটাইল কাপড় দ্বারা এক, দুই বা তার অধিক পরতা কাপড় পেস্টিং করে মোটা ফাউন্ডেশন ক্লথ তৈরি করা হয়। করাতের দাঁতের মত ধাতব পদার্থের তৈরি দৃঢ় মেটাল ওয়্যারই মেটালিক ওয়্যার এবং তারের তৈরি সুক্ষ পিনের মত বাঁকানো নমনীয় ওয়্যারই ফ্লেক্সিবল ওয়্যার।

বর্তমানে টেক্সটাইল কাপড় দ্বারা তৈরি ফাউন্ডেশনের ব্যবহার কিছুটা হ্রাস পেয়েছে, কারণ এই ক্লথ কিছুটা শক্ত অনমনীয়, জলীয় বাষ্প বাধা প্রদানকারী ও স্থিতিস্থাপকতা কম।

পাশাপাশি সলিড রাবারের তৈরী ফাউন্ডেশন ক্লথের ব্যবহার কিছুটা বৃদ্ধি পেয়েছে। কার্ডিং মেশিন হতে কার্যকর ফলাফল পেতে হলে ভাল কার্ড ক্লদিং থাকা খুব প্রয়োজন।

কার্ডিং মেশিনের প্রধান দুটি কাজ হল কার্ডিং ও স্ট্রিপিং যা একমাত্র ভাল ওয়্যার হলে সম্ভব। কাজেই কার্ডিং মেশিনের বিভিন্ন রোলারের ক্লদিং সম্পর্কে ধারণা থাকা ভাল।
Next Post Previous Post