অ্যাসিড ডাই (Acid Dyes) কাকে বলে?
যে সকল ডাই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ বিশেষ করে সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ এবং অ্যানায়নটি অ্যাকটিভ কালার কম্পোনেন্ট তাকে অ্যাসিড ডাই বলে।
যে সকল ডাই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ বিশেষ করে সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ এবং অ্যানায়নটি অ্যাকটিভ কালার কম্পোনেন্ট তাকে অ্যাসিড ডাই বলে।
সাধারণত এসিড ডাই জৈব বা খনিজ অ্যাসিডের মাধ্যমে প্রয়োগ করা হয়। এই ডাই সমূহ প্রোটিন ফাইবারের প্রতি সরাসরি আসক্তি আছে।
এজন্য উল, সিল্ক ও অন্যান্য প্রোটিন ফাইবারে ও পলিন অ্যামাইড ফাইবারের সহজে অ্যাসিড ডাই প্রয়োগ করা হয়