All Over Printing Machine (AOP) এর নির্দেশনাগুলো কি কি?

অল ওভার প্রিন্টিং মেশিন
অল ওভার প্রিন্টিং মেশিন

বর্তমান ফ্যাশন জগতে ক্রেতাদের রুচি দিন দিন পরিবর্তন হচ্ছে তাই ক্রেতাদের রুচির সাথে তাল মিলিয়ে দিন দিন বেড়ে চলেছে All Over Printing (AOP) ফেব্রিকের চাহিদা। নিচে All Over PrintPrinting Machine (AOP) এর নির্দেশনাগুলো দেওয়া হলঃ
  • স্টাইলের নাম আর্ট ওয়ার্ক এবং অর্ডার সিটের সাথে মিলিয়ে দেখতে হবে। 
  • ডিজাইনের সাথে বায়ারের পিপি স্যাম্পল মিলিয়ে দেখতে হবে।
  • ফেব্রিক যদি চেক বা স্ট্রাইপ হয় তবে রিপিট মেপে দেখতে হবে। 
  • ফেব্রিকের ডায়া বা উইথ চেক করতে হবে। 
  • ট্রাস বা ডাস্টের কারণে মিস প্রিন্ট হয় কিনা তা চেক করে দেখতে হবে। 
  • ফেব্রিক প্রিন্টিং এর কালার ব্লিডিং অভার লেপিং চেক করতে হবে।
  • ফেব্রিকের ক্রিজ মার্কের ভেতরে প্রিন্ট ঠিক মতো হয় কিনা তা সঠিকভাবে চেক করতে হবে। 
  • সেটিং আউট ডিজাইন আউট সঠিকভাবে চেক করতে হবে। 
  • প্রিন্টিং এর সময় কালার টাচিং এবং লিস্টিং চেক করতে হবে।
  • টেরি ও ফ্লিচ ফেব্রিকের ক্ষেত্রে লুপের ডিরেকশন চেক দিতে হবে। 
  • ডাইং এ সেড চেক করে প্রিন্ট করতে হবে। 
  • ফেব্রিকের জিএসএম চেক করতে হবে। 
  • সর্বপরি ফেব্রিক প্রিন্টিং করার সময় প্রিন্টিং পেষ্ট ঠিকমতো হচ্ছে কি না তা চেক করা
  • ফ্লিচ ফেব্রিকের ক্ষেত্রে ব্রাশ কোয়ালিটি চেক করতে হবে। 
  • বায়ারের কমেন্ট গুলো সবসময় চেক করতে হবে। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন