টানা প্রকরণ কাকে বলে?

টানা প্রকরণ মেশিন
টানা প্রকরণ মেশিন

টানা প্রকরণ (Warping) কাকে বলে? 

যে পদ্ধতিতে অনেকগুলো ছোট ছোট সুতার প্যাকেজ যেমনঃ কৌন, চীজ, স্পুল প্রভৃতি হতে টানা সুতা গুলোকে নির্দিষ্ট বহরে ও নির্দিষ্ট দৈর্ঘ্যে সমান্তরালভাবে সাজিয়ে ধারাবাহিক স্তরের আকারে একটি খালি বীমে জড়ানো হয় তাকে টানা প্রকরণ বলে। 

ওয়ার্পার বীম কাকে বলে?

যে বীমে টানা প্রকরণের সুতাগুলো জড়ানো হয় তাকে ওয়ার্পার বীম বলে। পাটকলের ক্ষেত্রে একে প্রি-বীম বলা হয়।
Next Post Previous Post