গার্মেন্টস সেক্টরে জিপার একটি গুরুত্বপূর্ণ অ্যাক্সেসরিজ। আর তাই জিপার সম্পর্কে মার্চেন্ডাইজারকে ভাল ধারণা রাখতে হয়। বিভিন্ন ধরনের জিপার গার্মেন্টসে ব্যবহার করা হয়। তার মধ্যে প্যান্ট, জ্যাকেট ও স্কার্ট ইত্যাদিতে ব্যবহার করা হয়।
জিপার |
জিপার কত প্রকার?
জিপার তিন প্রকারঃ- মেটাল জিপার (Metal Zipper)
- প্লাস্টিক জিপার (Plastic Zipper)
- নাইলন জিপার (Nylon Zipper)
মেটাল জিপার কত প্রকার?
মেটাল জিপার দুই প্রকারঃ- অ্যালুমিনিয়াম জিপার (Aluminum Zipper)
- ব্রাস জিপার (Brass Zipper)