বস্ত্র কত প্রকার?

মানব জীবনে বস্ত্রের গুরুত্ব অপরিসীম। মানুষের পরিধেয় ও প্রয়োজনীয় ব্যবহারের জন্য যে সকল দ্রব্য উৎপাদিত হয় তাই বস্ত্র।

ওভেন ফেব্রিক বুনন
ওভেন ফেব্রিক বুনন

বস্ত্র কত প্রকার?

বস্ত্রকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়ঃ
  • বয়ন কাপড় (Woven Fabric)
  • নন ওভেন কাপড় (Non Woven Fabric)
  • নিটেড কাপড় (Knitted Fabric)

এছাড়াও Triaxial Fabric নামে একধরনের বয়ন কাপড় আছে। বিগত ১৯৬০ সালে আমেরিকার পেনসিলভানিয়া রাজ্যের Norris F.Dow প্রথাগত দুই সেট সুতার স্থলে তিন সেট সুতা ব্যবহার করে এক বয়ন পদ্ধতির উদ্ভাবন করেন। 

এই পদ্ধতিটি বেত দ্বারা বয়নকৃত কৌশলের উপর ভিত্তি করে উদ্ভাবিত যার ব্যবহার আসন ও চেয়ারের পিছনে দেখা যায়। Norris F.Dow এর পদ্ধতিটি যুক্তরাষ্টের প্যাটেন্টকে গ্যারান্টি দেওয়ার জন্য তুলনাহীন ছিল যাকে তিনি Doweave নাম দিয়েছেন। 

রাইটস বা প্যাটেন্টটি বিক্রি হল ও অবশেষে কৌশলটির নামকরণ করা হল Triaxial Weaving. নানা রকম সুতায় তৈরি বিভিন্ন শ্রেণির বয়নকৃত কাপড় বিভিন্ন trade mark নামে বর্তমানে বিক্রি হয়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন