মানব জীবনে বস্ত্রের গুরুত্ব অপরিসীম। মানুষের পরিধেয় ও প্রয়োজনীয় ব্যবহারের জন্য যে সকল দ্রব্য উৎপাদিত হয় তাই বস্ত্র।
ওভেন ফেব্রিক বুনন |
বস্ত্র কত প্রকার?
বস্ত্রকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়ঃ- বয়ন কাপড় (Woven Fabric)
- নন ওভেন কাপড় (Non Woven Fabric)
- নিটেড কাপড় (Knitted Fabric)
এই পদ্ধতিটি বেত দ্বারা বয়নকৃত কৌশলের উপর ভিত্তি করে উদ্ভাবিত যার ব্যবহার আসন ও চেয়ারের পিছনে দেখা যায়। Norris F.Dow এর পদ্ধতিটি যুক্তরাষ্টের প্যাটেন্টকে গ্যারান্টি দেওয়ার জন্য তুলনাহীন ছিল যাকে তিনি Doweave নাম দিয়েছেন।
রাইটস বা প্যাটেন্টটি বিক্রি হল ও অবশেষে কৌশলটির নামকরণ করা হল Triaxial Weaving. নানা রকম সুতায় তৈরি বিভিন্ন শ্রেণির বয়নকৃত কাপড় বিভিন্ন trade mark নামে বর্তমানে বিক্রি হয়।