পোশাক কাকে বলে?
আমরা যে কাপড় গায়ে দিয়ে বা শরীরে জড়িয়ে লজ্জা নিবারণ করি ও দেহের সৌন্দর্য বৃদ্ধি করি তাকে পোশাক বলে।
|
পোশাক |
পোশাক কত প্রকার ও কি কি?
পোশাককে বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমনঃ
- মানুষের শরীরের উপরিভাগ এর পোশাক
- মানুষের শরীরের নিচের ভাগের পোশাক
- মানুষের শরীরের বহির্ভাগের পোশাক মানুষের শরীরের সাথে লাগানো পোশাক
- ছেলেদের পোশাক
- মেয়েদের পোশাক
- শিশুদের পোশাক
মানুষের শরীরের উপরিভাগ এর পোশাকঃ
মানুষের শরীরের উপরিভাগ এর পোশাক যেমনঃ শার্ট, কোট, জ্যাকেট ইত্যাদি।
মানুষের শরীরের নিচের ভাগের পোশাকঃ
মানুষের শরীরের নিচের ভাগের পোশাক যেমনঃ প্যান্ট, সর্টস, হাফ প্যান্ট, স্কার্ট, পায়জামা ইত্যাদি।
মানুষের শরীরের বহির্ভাগের পোশাকঃ
মানুষের শরীরের বহির্ভাগের পোশাক অর্থাৎ যে পোশাক অন্য পোশাকের উপর পরিবর্তন করতে হয় যেমনঃ কোট, জ্যাকেট, প্যান্টস ইত্যাদি।
মানুষের শরীরের সাথে লাগানো পোশাকঃ
মানুষের শরীরের সাথে লাগানো পোশাক অর্থাৎ যে পোশাক অন্য পোশাকের নিচে পরিধান করা হয় যেমনঃ আন্ডারওয়্যার, ব্রেসিয়ার, টি-শার্ট ইত্যাদি।
|
ছেলেদের কোট ও স্যুট
|
ছেলেদের পোশাকঃ
ছেলেদের পোশাক যেমনঃ ছেলেদের সর্টস, ছেলেদের প্যান্টস, ছেলেদের কোট ইত্যাদি।
মেয়েদের পোশাকঃ
মেয়েদের পোশাক যেমনঃ মেয়েদের কোট, মেয়েদের ব্রেসিয়ার, মেয়েদের সর্টস, মেয়েদের প্যান্টস, স্কার্ট ইত্যাদি।
|
শিশুদের পোশাক |
শিশুদের পোশাকঃ
শিশুদের পোশাক যেমনঃ শিশুদের ওভারঅল পোশাক ইত্যাদি।