বিভিন্ন প্রকার ট্রিমিংস এর নাম?

ট্রিমিংস কি?
একটি পোশাক তৈরির জন্য তার মূল কাপড় ছাড়া অন্য যেসব দ্রব্য পোশাকের সাথে ব্যবহার করা হয় তাকে ট্রিমিংস বা গার্মেন্টস অ্যাকসেসরিজ বলে।

ট্রিমিংস
ট্রিমিংস

বিভিন্ন প্রকার ট্রিমিংস এর নাম?

  • লেবেল 
  • মোটিফ 
  • চেইন
  • বোতাম
  • সেলাই সুতা
  • ইন্টারলাইনিং
  • লাইনিং 
  • হুক ও লুপ বাঁধন 
  • লেস, ব্লেড ও ইলাস্টিক 
  • ওয়েডিং
  • সোল্ডার প্যাড


লেবেল কি?

লেবেল বলতে পোশাকের মধ্যে লাগানো একটি উপাদানকে বা অংশকে বুঝায়, যাতে ঐ পোশাক সম্বন্ধে কিছু প্রয়োজনীয় তথ্য থাকে যেমনঃ পোশাকের সাইজ, আঁশের ধরণ, পরিচর্যা সংক্রান্ত তথ্য, কোন দেশের তৈরি, কোন কোম্পানির তৈরি, ট্রেড মার্ক ইত্যাদি।

মোটিফ কি?

পোশাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য পোশাকের বাহিরের দিকে যে অতিরিক্ত বিশেষ অংশ পোশাকের সাথে লাগানো হয় তাকে মোটিফ বলে। 

চেইন কি?

পোশাকের বিশেষ বিশেষ অংশকে উন্মুক্ত ও বন্ধ করার কাজে যে উপকরণ ব্যবহার করা হয় তাকে চেইন বলে।

বোতাম কি?

পোশাকের বিশেষ কোন অংশকে ব্যবহারের সময় সংযুক্ত করার জন্য যে উপকরণ ব্যবহার করা হয় তাকে বোতাম বলে।


সেলাই সুতা কি?

কাপড়ের বিভিন্ন অংশ জোড়া লাগানো জন্য যে সুতা ব্যবহার করা হয় তাকে সেলাই সুতা বলে।


ইন্টারলাইনিং কি?

পোশাকের কোন কোন অংশকে সুদূর করার জন্য অথবা কাঙ্ক্ষিত আকৃতি দেওয়ার জন্য ও উক্ত আকৃতি ধারণ করার জন্য দুই বা ততোধিক পড়তা কাপড়জাতীয় পদার্থ ব্যবহার করা হয় তাকে ইন্টারলাইনিং বলে। 

লাইনিং কি?

কোন কোন পোশাকের ভিতরের দিকে পোশাকের মূল কাপড় অপেক্ষা ভিন্ন ধরনের কাপড়কে সেলাই করে জোড়া লাগানো হয় বা ব্যবহার করা হয় তাকে লাইনিং বলে।

হুক ও লুপ বাঁধন কি?

একটি নাইলন টেপের উপর সারিবদ্ধভাবে হুক বসানো থাকে এবং অন্য একটি নাইলন টেপের উপর সারিবদ্ধভাবে লুপ বসানো থাকে। 

লেস, ব্লেড ও ইলাস্টিক কি?

পোশাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য লেস, ব্লেড ও ইলাস্টিক ব্যবহার করা হয়। আবার পোশাকে শরীরের সাথে আটকিয়ে রাখার জন্য ইলাস্টিক ব্যবহার করা হয়। 

ওয়েডিং কি?

সিনথেটিক আঁশের দ্বারা নন-ওভেন পদ্ধতিতে, শীট আকারে ও বিভিন্ন পুরুত্বের ফিলিং মেটেরিয়াল তৈরি করা হয়, যাকে ওয়েডিং বা ব্যাটিং বলে।

সোল্ডার প্যাড কি?

পোশাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং কার্যকরী অংশ হিসেবে পোশাকের সাথে যে প্যাড সেলাই করে বা আঠা দিয়ে লাগিয়ে দেয়া হয় তাকে সোল্ডার প্যাড বলে।
Next Post Previous Post