মিক্সিং ও ব্লেন্ডিং এর উদ্দেশ্যঃ
- অনাকাঙ্ক্ষিত শক্তির সুতা তৈরি করা।
- উৎপাদিত সুতার মূল্য নিয়ন্ত্রণ করা।
- অনাকাঙ্ক্ষিত গুণাগুণের সুতা তৈরি করা।
- নিম্নমানের পরিত্যক্ত আঁশ ব্যবহার করে অপচয় রোধ করা।
- প্রক্রিয়াগত কার্যের উন্নয়ন করা।
- ভাল মিক্সিং করে প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদিত সুতার মূল্য গ্রহণযোগ্য মাত্রায় রাখা।