![মিক্সিং ও ব্লেন্ডিং এর গুরুত্ব? মিক্সিং ও ব্লেন্ডিং](https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgyTwLviojMQf77gyfYBW7LnF7ZOXOkh53eY6g2zvJasxEPbUlNGfkqtq4gy68fyFBUmCjXMl8Xzhu5qTctrXar09ss0wJLnu8loEWSjc8r2-9Y2TCXYxXYaZ2XNWlhF5oNhgPNKHxRpywHEVYz3396tbkQenWrW2qcyO9nAnkFzy0gRTWvAdrjUvXg=s320-rw) |
মিক্সিং ও ব্লেন্ডিং
|
মিক্সিং ও ব্লেন্ডিং এর গুরুত্বঃ- স্পিনিং প্রক্রিয়ায় উৎপাদিত সুতার মূল্য নিয়ন্ত্রণ রাখা।
- প্রতিযোগীতামূলক বাজারে উৎপাদিত সুতার মূল্য কমিয়ে বাজারে টিকে রাখা।
- নিম্নমানের আঁশ দ্বারা উন্নতমানের সুতা তৈরি করা।
- মিক্সিং ও ব্লেন্ডিংকৃত আঁশ প্রক্রিয়াজাতকরণে আঁশের অনাকাঙ্ক্ষিত ড্যামেজের হাত থেকে রক্ষা করা।
- সর্বপরি ক্রেতার চাহিদা মোতাবেক শক্তি ও অন্যান্য গুণাগুণ সঠিক রাখা।
Textile BD
Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.
টেক্সটাইল,মিক্সিং ও ব্লেন্ডিং,blending,Mixing,Yarn Manufacturing