মিক্সিং ও ব্লেন্ডিং এর গুরুত্ব?

মিক্সিং ও ব্লেন্ডিং
মিক্সিং ও ব্লেন্ডিং

মিক্সিং ও ব্লেন্ডিং এর গুরুত্বঃ
  • স্পিনিং প্রক্রিয়ায় উৎপাদিত সুতার মূল্য নিয়ন্ত্রণ রাখা। 
  • প্রতিযোগীতামূলক বাজারে উৎপাদিত সুতার মূল্য কমিয়ে বাজারে টিকে রাখা। 
  • নিম্নমানের আঁশ দ্বারা উন্নতমানের সুতা তৈরি করা।
  • মিক্সিং ও ব্লেন্ডিংকৃত আঁশ প্রক্রিয়াজাতকরণে আঁশের অনাকাঙ্ক্ষিত ড্যামেজের হাত থেকে রক্ষা করা। 
  • সর্বপরি ক্রেতার চাহিদা মোতাবেক শক্তি ও অন্যান্য গুণাগুণ সঠিক রাখা।
Next Post Previous Post