একটি শার্টের বিভিন্ন অংশের নাম?
শার্ট আমাদের সকলে পরিচিত একটি পোশাক। বর্তমান এই আধুনিক যুগে নারী পুরুষ উভয়ই শার্ট পরিধান করতে পছন্দ করেন।
শার্টের বিভিন্ন অংশ |
নিচের একটি শার্টের বিভিন্ন অংশ বা কম্পোনেন্ট দেওয়া হলঃ
- কলার (Collar)
- ইয়োক (Yoke)
- স্লিভ (Sleeve)
- আর্মহোল (Armhole)
- পকেট (Pocket)
- আপার ফ্রন্ট (Upper front)
- লোয়ার ফ্রন্ট (Lower front)
- টপ সেন্টার (Top centre)
- পকেট ফ্ল্যাপ (Pocket Flap)
- কাফ (Cuff)
- প্লাকেট (Placket)
- আপার ফ্রন্ট ফেসিং (Upper Front Facing)
- লোয়ার ফ্রন্ট ফেসিং (Lower Front Facing)
- বডি ব্যাক (Body Back)
- বটম (Bottom)
শার্ট তৈরিতে ব্যবহৃত মেশিন গুলোর নাম কি কি?
শার্ট তৈরিতে যে মেশিন গুলো প্রয়োজন হয়ঃ- ফিড অফ দ্যা আর্ম সুইং মেশিন
- ওভার লক সুইং মেশিন
- প্লেইন সুইং মেশিন
- ফ্লাট লক সুইং মেশিন
- বাটন হোলিং মেশিন
- বাটন অ্যাটাসিং মেশিন
- ফিড অফ দ্যা আর্ম সুইং মেশিন
শার্ট তৈরিতে ট্রিমিংগুলো হলঃ
- লাইনিং
- ইন্টারলাইনিং
- মোটিফ
- সুইং থ্রেড
- বাটন
- লেবেলঃ মেইন লেবেল, সাইজ লেবেল, কেয়ার লেবেল
শার্ট তৈরিতে বিভিন্ন এক্সেসোরিজ?
শার্ট তৈরিতে এক্সেসোরিজঃ- প্লাস্টিক কলার ইনসার্ট
- হ্যাং ট্যাগ
- ট্যাগ পিন
- প্রাইজ টিক
- টিস্যু পেপার
- নেক বোর্ড
- ব্যাক বোর্ড
- পলি ব্যাগ
- হাংগার
- সেফটি স্টিকার
- কার্টুন
- ব্যাটার ফ্লাই
- গাম টেপ ইত্যাদি।