সেলাই কাকে বলে?
সুঁই ও সুতার সাহা্য্যে দুটি কাপড়ের প্রান্তভাগ ভাঁজ করে সংযুক্ত করাকে সেলাই বলে। পোশাক তৈরি করতে হলে সুঁই ও সুতার সাহায্যে দুটি কাপড়ের প্রান্তভাগ জোড়া লাগাতে হয়।
সুঁই ও সুতার সাহা্য্যে দুটি কাপড়ের প্রান্তভাগ ভাঁজ করে সংযুক্ত করাকে সেলাই বলে। পোশাক তৈরি করতে হলে সুঁই ও সুতার সাহায্যে দুটি কাপড়ের প্রান্তভাগ জোড়া লাগাতে হয়।
সেজন্য পোশাক তৈরি করতে হলে বিভিন্ন প্রক্রিয়াগুলোর মধ্যে সেলাই করার প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও সুঁই ও সুতা ছাড়া কাপড় জোড়া লাগিয়ে পোশাক তৈরি করা যায়। তবুও কাপড় জোড়া লাগানোর জন্য যেসকল পদ্ধতি ব্যবহৃত হয় তাদের মধ্যে সুতার সাহায্যে কাপড় জোড়া লাগানোর পদ্ধতি সর্বোকৃষ্ট ও সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতিটি।
কারণ হল এটি কাপড় জোড়া লাগানোর সহজতম পদ্ধতি এ পদ্ধতিতে সেলাইয়ের শক্তি ও সেলাই এর নমনীয়তা অটুট থাকে। আদিকালে সুঁই ও সুতার সাহায্য হাত দ্বারা পোশাক তৈরি করা হতো। কিন্তু বর্তমানে পোশাক তৈরি করার জন্য সেলাই মেশিন ব্যবহার করা হচ্ছে। তাই সেলাই মেশিনের সাহায্যে অতি দ্রুত পোশাক তৈরি করা যায়।
সেলাই এর ইংরেজি কি?
সেলাই এর ইংরেজি হল Sewingসেলাই |
সেলাই এর উদ্দেশ্য?
- সুঁই ও সুতার সাহায্য খন্ড খন্ড বা টুকরা টুকরা কাপড়কে জোড়া লাগিয়ে পোশাক তৈরিতে সহায়তা করা।
- কর্তিত কাপড়ের প্রান্তভাগ থেকে সুতা খুলে যাওয়া থেকে কাপড়ের প্রান্ত ভাগকে রক্ষা করা।
- পোশাককে সুন্দর ও আকর্ষণীয় করে তোলা।
- অনেক ক্ষেত্রে পোশাকের সৌন্দর্য বৃদ্ধিতেও সহায়তা করে থাকে।
- দুটি কাপড়ের প্রান্তভাগকে উপযুক্ত শক্তি প্রদান করে জোড়া লাগাতে সহায়তা করা।
- পোশাক দ্রুত বাজারজাতকরণের সহায়তা করা।
- সেলাই এর মাধ্যমে পোশাকে মোটিফ ও ট্রিমিংস সংযোজনে সহায়তা করা। প্রতিযোগিতামূলক বাজারে পোশাকের চাহিদা বৃদ্ধিতে সহায়তা করা।