রিং এর কাজ | ট্রাভেলারের কাজ | স্পিন্ডেলের কাজ

ট্রাভেলার ও রিং একই সাথে কাজ করে একটি ব্যতীত অন্যটি কাজ করতে পারে না। এককভাবে কোন অংশই কোন কাজ করতে পারবে না। নিচে রিং, ট্রাভেলার ও স্পিন্ডেলের কাজগুলো হলঃ

রিং ফ্রেমের বিভিন্ন অংশ
রিং ফ্রেমের বিভিন্ন অংশ

রিং এর কাজ?

  • রিং ববিনের চারদিকে একই দূরত্বে রিং রেইলের সাথে উঠানামা করে। 
  • রিং রেইলের উপর রিংসমূহ সমদূরত্বে অবস্থান করে।
  • রিং তার ফ্লাঞ্জের সাহায্যে ট্রাভেলারকে ঘুরতে সহায়তা করে।
  • রিং ট্রাভেলারের উচ্চ গতির জন্য বিয়ারিং এর পৃষ্ঠ হিসেবে কাজ করে। 

ট্রাভেলারের কাজ?

  • ট্রাভেলার সর্বক্ষণ সুতার টেনশন ঠিক রেখে সুতা ববিনে জগাড়, ফলে ববিনের পৃষ্ঠে ওয়াইন্ডিং টেনশন নিয়ন্ত্রণ থাকে।
  • ট্রাভেলার হালকা কাজেই সুতার টানে সহজে ঘুরতে পারে।
  • ববিনের চারদিকে ঘুরে ঘুরে টুইস্টেড সুতাকে ববিনের পৃষ্ঠে জড়াতে সাহায্য করে।
  • ডেলিভারি রোলার অথবা ফ্রন্ট রোলার হতে বের হয়ে আসা আঁশের গুচ্ছকে টুইস্টেড করে সুতার আকৃতি প্রদান করতে সহায়তা করে।


স্পিন্ডেলের কাজ?

রিং ফ্রেমে স্পিন্ডেলের কাজগুলো হলঃ
  • খালি ববিনে পৃষ্ঠে উৎপাদিত সুতা জড়ানোতে সাহায্য করে।
  • ববিনকে খুব শক্তভাবে ধরে রাখে এবং ঘূর্ণনের সময় ববিন যাতে নড়ে না তা নিশ্চিত করে।
  • স্পিন্ডেল রিং এর কেন্দ্র উঠানামায় কখনও কেন্দ্র থেকে উপকেন্দ্রিক হয় না।
  • রিং ফ্রেমের ফ্রন্ট রোলার থেকে ডেলিভারি প্রাপ্ত সুতাকে পাক প্রদানের কাজে সহায়তা করে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন