QR কি | QR এর পূর্ণরূপ কি

Quick Response
Quick Response


QR এর পূর্ণরূপ কি?
QR এর পূর্ণরুপ হল Quick Response 

Quick Response (QR) কি?
বায়ারের পণ্যের Response অতি দ্রুত দেওয়ার জন্য ফ্যাশন ইন্ডাস্ট্রিসমূহ EDL এর মাধ্যমে কাজ করে থাকে। সেক্ষেত্রে সবধরনের তথ্য যেমনঃ পোশাকের সাইজ, কাপড়ের ধরণ ইত্যাদি অতি দ্রুত বায়ারের অর্ডার অনুসরণ করার ক্ষেত্রে এবং পোশাক উৎপাদনের অর্ডার নেওয়ার ক্ষেত্রে Quick Response এর মাধ্যমে সহজে সম্পন্ন করা যায়। 

Quick Response
Quick Response

তবে Quick Response করার ক্ষেত্রে কম্পিউটারে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল VCI অর্থাৎ Value Chain Initiative, EDI অর্থাৎ Electronic Data Interchange যার ফলে Products Import বা Export এর কোন ঝামেলা থাকে না। তাই পণ্যসমূহ সরাসরি EDI এর মাধ্যমে আমদানি ও রপ্তানির করা হয়ে থাকে। 
Next Post Previous Post