প্রিন্টিং কি | প্রিন্টিং এর ধাপসমূহ | প্রিন্টিং স্টাইল

প্রিন্টিং কি?
প্রিন্টিং হল এমন একটি প্রসেস যার সাহায্যে কাপড়ের কোন নির্দিষ্ট স্থানে ডাইস্টাফ ও কেমিক্যাল দ্বারা কোন নিদিষ্ট ডিজাইন অনুসারে কোন একটি পদ্ধতিতে নির্দিষ্ট কালার ইফেক্ট তৈরি করা।

প্রিন্টিং
প্রিন্টিং


প্রিন্টিং এর স্টাইল?

প্রিন্টিং এর স্টাইলগুলো হলঃ
  • Direct Style 
  • Discharge style 
  • Resist Printing
  • Burn out style
  • Crimp style
  • Raised style 
  • Flock style 

প্রিন্টিং Paste এর উপাদান কি কি?

  • dyestuff, pigments 
  • wetting agent 
  • Solvents (এসিটিন, ডাইইথিলিন গ্লাইসল)
  • Dispersing agent 
  • Thickener
  • Defoaming agent
  • Carrier
  • Oxidizing agent ( সোডিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট) 
  • Acid & Alkalis
  • Catalyst (পটাশিয়াম ফেরোসায়ানাইট, কপার সালফাইড)
  • Swelling agent (ফেনল)


প্রিন্টিং এর ধাপসমূহের নাম?

প্রিন্টিং এর ধাপগুলো হলঃ

Fabric Preparation
Printing Paste Formation 
Printing
Drying
Steaming & Curing
After Treatment

প্রিন্টিং এর ধাপগুলোর বর্ণনা?

Fabric Preparation:

এ প্রসেসে ফেব্রিককে প্রস্তুত করতে হয় প্রিন্টিং এর জন্য।

Printing Paste Formation: 

এ প্রসেসে প্রিন্টিং করার জন্য প্রিন্টিং paste প্রস্তুত করতে হয়।

Printing: 

এ প্রসেসে ফেব্রিককে প্রিন্ট করতে হয়।

Drying: 

এ প্রসেসে প্রিন্ট করা ফেব্রিককে ডাইং করতে দেয়া হয়।


Steaming & Curing: 

এ প্রসেসে প্রিন্টিং করা ডাই বা পিগমেন্টকে ফিক্সেশন করে দিতে হয়।

After Treatment: 

এ প্রসেসে সর্বশেষ Wash করা হয়।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন