পিগমেন্ট কি?
পিগমেন্ট হল এক ধরনের রঞ্জক পদার্থ। যার মধ্যে ক্রোমোফোর গ্রুপ বিদ্যমান থাকে কিন্তু অক্সক্রোম গ্রুপ বিদ্যমান থাকে না। আর এ কারণেই পিগমেন্ট ডাই অদ্রবণীয়।
পিগমেন্ট হল এক ধরনের রঞ্জক পদার্থ। যার মধ্যে ক্রোমোফোর গ্রুপ বিদ্যমান থাকে কিন্তু অক্সক্রোম গ্রুপ বিদ্যমান থাকে না। আর এ কারণেই পিগমেন্ট ডাই অদ্রবণীয়।
পিগমেন্ট এর বানিজ্যিক নাম?
নাম → বায়ারের নাম- Imperon → Hoechst
- Merofix dyes → Ciba Geigy
- Acramine → Bayer
পিগমেন্ট |
পিগমেন্ট এর বৈশিষ্ট্য?
পিগমেন্ট এর বৈশিষ্ট্যগুলো হলঃ- পিগমেন্ট পানিতে অদ্রবণীয়।
- পিগমেন্ট এর প্রয়োগ পদ্ধতি অনেক সহজ।
- আঁশের প্রতি পিগমেন্ট এর কোন আসক্তি নেই। বাইন্ডারের সাহায্যে একে কাপড়ে বা ফাইবারে রং করার কাজে ব্যবহার করা হয়।
- উপযুক্ত বাইন্ডার ব্যবহার করলে ড্রাইং ও ক্লিনিং এর ক্ষেত্রে রং এর স্থায়িত্ব ভাল পাওয়া যায়।
- ইহা সকল ধরনের ফাইবারে প্রয়োগ করা যায়।
- ইহার সাহায্যে যেকোন বর্ণের উজ্জ্বল শেড পাওয়া যায়।