আপনি কি জানেন আপনি যে প্যান্টটি পরিধান করে আছেন সেই প্যান্টটির কোন অংশের নাম কি? কেউ কেউ জানেন আবার কেউ কেউ জানেন না। আসলে প্যান্ট সম্পর্কে আমাদের সবারই বেসিক কিছু ধারণা থাকা উচিত।
প্যান্টের বিভিন্ন অংশ |
একটি প্যান্টের বিভিন্ন অংশের নামগুলো হলঃ
- বেল্ট লুপ (Belt Loop)
- ওয়েস্ট বেল্ট (Waist Belt)
- সাইড পকেট (Side Pocket)
- জিপার ফ্লাই (Zipper Fly)
- ফ্লাই পিস (Fly Piece)
- ব্যাক পকেট (Back pocket)
- ফন্ট সাইড (Front Side)
- ব্যাক সাইড (Back Side)
- লেগ ওপেনিং (Leg Opening)