মিক্সিং ও ব্লেন্ডিং কাকে বলে?

মিক্সিং ও ব্লেন্ডিং
মিক্সিং ও ব্লেন্ডিং

মিক্সিং কাকে বলে?
সাধারণত সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান বিভিন্ন মানের ও বিভিন্ন গ্রেডের তুলা ও আঁশ একত্রে মিক্সিং করে। স্পিনিং বা সুতা তৈরি পদ্ধতিতে মিক্সিং বলতে একই প্রকারের বিভিন্ন মানের আঁশের ভৌত গুনাগুন একই রকমের, যার প্রতিটি গুনাগুন কিছুটা জানা থাকে।

বিভিন্ন মানের বা বিভিন্ন গ্রেডের তুলা ও আঁশ যার ভৌত ধর্ম একই ধরনের হয় সে সমস্ত তুলা ও আঁশ একত্রে মিশ্রিত করে সুতা তৈরি করার পদ্ধতিকে মিক্সিং বলে।


ব্লেন্ডিং কাকে বলে?
ব্লেন্ডিং বলতে বুঝায় যার উৎপাদিত একক সুতার প্রস্থচ্চেদের পরে প্রাপ্ত প্রতিটি আঁশের গুণাগুণ বা বৈশিষ্ট্য একই রকম পাওয়া যায়। 

অন্যভাবে বলা যেতে পারে ব্লেন্ডিং প্রক্রিয়ায় যে বিভিন্ন আঁশ সংমিশ্রণ করা হয়, তার প্রতিটি আঁশের রং, দৈর্ঘ্য, শক্তি, দক্ষতা, নমনীয়তা, পরিপক্বতা ও ট্রাশের পরিমাণ সঠিকভাবে জানা যায়। 
Next Post Previous Post