লক স্টিচ মেশিনের বৈশিষ্ট্য?

লক স্টিচ মেশিন
লক স্টিচ মেশিন

লক স্টিচ মেশিনের বৈশিষ্ট্যগুলো হলঃ
  • লক স্টিচ মেশিন হল এক নিডেল বা দুই নিডেল বিশিষ্ট প্লেইন সেলাই মেশিন। 
  • এ মেশিনে গতি সাধারণত ১৫০০ থেকে ৫,৫০০ এসপিএম পর্যন্ত হয়ে থাকে। 
  • এ মেশিনে বিভিন্ন রকমের ফিড মেকানিজম অন্তর্ভুক্ত থাকে।
  • লক স্টিচ মেশিন চালনা করা সহজ।
  • ওভেন কাপড় দিয়ে পোশাক তৈরি করার ক্ষেত্রে লক স্টিচ সেলাই মেশিন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। 
  • কিছু কিছু লক স্টিচ সেলাই এর পূর্বে কাপড়ের প্রান্ত কাটার ব্যবস্থাও আছে।
  • জুকি কোম্পানির ডিডিএল ৫৫০০ মডেলে সর্বোচ্চ ৫ মিমি দৈর্ঘ্যবিশিষ্ট স্টিচ তৈরি করে।
  • কিছু কিছু লক স্টিচ মেশিনে সেলাই সুতা কাটার ব্যবস্থা ও অটোমেটিক ববিন ওয়াইন্ডিং এর ব্যবস্থা আছে।
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন