নিটিং কি?
নিডেলের সাহায্যে সুতা দ্বারা লুপ তৈরি করে লুপের ইন্টারমেশিং এর মাধ্যমে কাপড় বুনাকে নিটিং বলে।
নিটেড কাপড় |
নিটেড কাপড়ের সুবিধা?
- এ কাপড়ের ভিতর দিয়ে বেশি বাতাস চলাচল করতে পারে।
- এ কাপড়ে সহজে ভাঁজ পড়ে না ভাঁজের স্থানে ছিঁড়ে যায় না।
- নিটিং এর উৎপাদন বুননের তুলনায় আটগুণ বেশি হয়, ফলে খরচ কম হয়।
- এ কাপড় টেকসই বেশি।
- এ কাপড় আরামদায়ক।
- এ কাপড় তৈরিতে কম শ্রমিক লাগে।
- নিটেড কাপড় অপেক্ষাকৃত অধিক জলীয় বাষ্প শোষণ করে।
- পোশাক তৈরিতে সাধারণত কোন কাটাকাটি প্রয়োজন হয় না।
- এ কাপড় ইলাস্টিক সম্পন্ন ফলে নিটেড কাপড় প্রয়োজনমত প্রসারিত ও সংকোচিত হয়।
- সহজে যে কোন ডিজাইনের নিটেড কাপড় তৈরি করা যায়।
- সেপড গার্মেন্টস এর জন্য এ কাপড় উপযোগী।
নিটেড কাপড়ের অসুবিধা?
- এ কাপড় সেলাই করা ব্যয়বহুল।
- এর স্ল্যাগিং গুণ বিদ্যমান।
- ফিল্টার ফেব্রিক হিসেবে ব্যবহার করা যায় না।
- নিটেড কাপড়ের কোন এক প্রান্ত ছিঁড়ে গেলে বাকি সব সুতা টানের সাথে সাথে খুলে যায়।
- বুননকৃত কাপড়ের ন্যায় এ কাপড়কে ফাউন্ডেশন হিসেবে ব্যবহার করা যায় না।