ILO এর পূর্ণরুপ?
ILO এর পূর্ণরুপ হল International Labour Organisation বা (ILO)।
আন্তর্জাতিক শ্রম সংস্থা কি?
আন্তর্জাতিক শ্রম সংস্থা হল জাতিসংঘের একটি সহকারী সংস্থা।
ILO কত সালে প্রতিষ্ঠিত হয়?
এটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়।
ILO এর সদরদপ্তর কোথায়?
ILO এর সদরদপ্তর হল সুইজারল্যান্ডের জেনেভায়। |
আন্তর্জাতিক শ্রম সংস্থা |
আন্তর্জাতিক শ্রম সংস্থার কাজ?
আন্তর্জাতিক শ্রম সংস্থা কাজ হল বিশ্বের শ্রমিকদের কল্যাণ সাধন করা। এটি আন্তর্জাতিকভাবে শ্রমিকদের মজুরি, কাজের সময়, কাজের শর্ত, এবং নিয়োগের সর্বনিম্ন বয়স ইত্যাদি নির্ধারণ করে থাকে।