জিনিং মেশিন |
সাধারনত গাছ থেকে বীজসহ তুলা সংগ্রহের পর যে প্রক্রিয়ার মাধ্যমে বীজতুলা হতে বীজ ও তুলা আলাদা করা হয় তাকে জিনিং বলে।
জিনিং কেন করা হয়?
- তুলা ও আঁশকে বীজমুক্ত করতে জিনি করা হয়।
- সম্পূর্ণ ভাল আঁশসমূহকে বীজ মুক্ত করতে জিনিং করা হয়।
- ত্রুটিযুক্ত আঁশ, ক্ষুদ্র আঁশ ও বীজকণা বা ক্ষুদ্রাতিযুক্ত বীজ ভাল আঁশের না থাকা নিশ্চিতকরণ করতে জিনিং করা হয়।
- তুলা আঁশের সব অপদ্রব্য ও বীজ একসাথে সংগ্রহকরণ করতে জিনিং করা হয়।