আঠালো পদার্থ কাকে বলে | আঠালো পদার্থের কাজ কি

আঠালো পদার্থ কাকে বলে?
সুতার প্রোজেকটিং ফাইবারগুলোকে সুতার গায়ে দৃঢ়ভাবে লাগানোর জন্য সুতার উপরে যে আবর দেওয়া হয় তাকে আঠালো জাতীয় বলে।

আঠালো পদার্থ
আঠালো পদার্থ

আঠালো পদার্থের কত প্রকার?

আঠালো পদার্থের দুই প্রকারঃ
  • প্রাকৃতিক
  • কৃত্রিম 

ভুট্টা
ভুট্টা

প্রাকৃতিক আঠালো জাতীয় পদার্থগুলো কি কি?

  • প্রাকৃতিক শ্বেতসারযুক্ত উপাদান 
  • চালের আটা
  • ভুট্টা 
  • আটা বা ময়দা
  • আলু
  • তেঁতুল বীজের শাঁস
  • সাগু

কৃত্রিম আঠালো জাতীয় পদার্থগুলো কি কি?

  • পলি ভিলাইল অ্যালকোহল (P.V.A)
  • কার্বোক্সিল মিথাইল সেলুলোজ (C.M.C)
  • পলি অ্যাকরাইলিক এসিড (Polyacrylic acid)

আঠালো পদার্থের কাজ কি?

উইভিং এর back rest, drop wires, lease rod, healds and reeds ইত্যাদি সাথে সুতার ঘর্ষণ হয়ে থাকে। আঠালো পদার্থের প্রয়োগ করার ফলে সুতার প্রজেকটিং ফাইবার গুলো সুতার গায়ে দৃঢ়ভাবে লেগে সুতার সমতা বাড়ায়। ফলে সুতার ঐ সমস্ত ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা পায়। নিচে আঠালো পদার্থের কাজগুলো হলঃ
  • দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা বাড়ায়। 
  • শক্তি বাড়ায়।
  • সুতার উপর আবরণ দেয়।
  • বয়নকালে সুতার হার বৃদ্ধি বাড়ায়। 
  • আঁশে আঁশে লেগে থাকার প্রবণতা বাড়ায়। 
Textile BD

Founder and Editor of Textile BD. He is a Textile Blogger & Entrepreneur. He is working as a textile job in Bangladeshi companies.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন