ফ্ল্যাট লক মেশিনের বৈশিষ্ট্য?

ফ্ল্যাট লক মেশিন
ফ্ল্যাট লক মেশিন

ফ্ল্যাট লক মেশিনের বৈশিষ্ট্যঃ
  • ফ্ল্যাট লক সেলাই মেশিনে ৪টি পর্যন্ত নিডেলের ব্যবহার দেখা যায়। 
  • এই মেশিনে ৪ থেকে ৯টি পর্যন্ত সুতা ব্যবহার করে স্টিচিং করা হয়ে থাকে।
  • ফ্লাট লক মেশিনে কাপড় সেলাই করতে সবচেয়ে বেশি পরিমাণে সুতা দরকার হয়। উদাহরণস্বরুপ বলা যেতে পারে যে ১ ইঞ্চি সেলাই করার জন্য ৩২ ইঞ্চি পর্যন্ত সেলাই সুতার দরকার হয়। 
  • নিটেড কাপড় সেলাই করার জন্য মূলত এই মেশিন ব্যবহার করা হয়। তবে ওভেন কাপড়ের পোশাক তৈরিতেও এরুপ মেশিনে ব্যবহার করা হয়ে থাকে।
Next Post Previous Post