ওভারলক মেশিন |
ওভারলক মেশিনের বৈশিষ্ট্যগুলো হলঃ
- একটি বা দুটি নিডেল থাকে ওভারলক মেশিনে। ওভারলক মেশিনে সেলাইয়ের জন্য ২ থেকে ৫টি পর্যন্ত সুতা ব্যবহার করা হয়।
- এ মেশিনে নিডেলের সম্মুখেই স্বয়ংক্রিয়ভাবে কাপড় কাটার জন্য নাইফের ব্যবস্থা আছে।
- এ মেশিন দ্বারা সেলাইতে স্টিচ লেংথ সর্বোচ্চ ৪ মিমি পর্যন্ত করা হয়।
- এতে পুশ বাটনের সাহায্যেও স্টিচ লেংথ পরিবর্তন করা যায়।
- এ ধরনের মেশিনে স্টিচ পার মিনিট সাধারণত ৬৫০০ থেকে ৮৫০০ (SPM) পর্যন্ত হয়ে থাকে।
- নিটেড কাপড় ও ওভেন কাপড় সেলাইয়ের জন্য এ মেশিন ব্যবহৃত হয়।